রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জনগনের অধিকার সুনিশ্চত করণ সমন্বয় সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে অতিদরিদ্র জনগনের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চত করণ উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পল্লী শ্রী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পামডো এর বাস্তবায়ন করছে।

আজ বৃহস্পতিবার (১৬জুন) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা বি.আর.ডি.বি সভাকক্ষে দিনাজপুর পল্লী শ্রী এর  ইভিপিআরএর প্রকল্প সমন্বয়কারী মোঃ মইনুল হক বাপ্পীর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে সমন্বয় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সাত্তার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন কো-অডিনেটর ইভিপিআর প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের মীর রেজাউল করিম, সিডিএস পৌরসভা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের সুপারভাইজার কৃষ্ণা রবি দাস। Phulbari

আরও উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউপির সচিব মোঃ হানিফুর রহমান, শিবনগর ইউপির সচিব মোঃ গোলাম কিবরিয়া, বেতদিঘি ইউপির সচিব মোঃ নূর আলম, খয়েরবাড়ী ইউপি সচিব মোঃ রাজিউর রহমান, এলুয়াড়ি ইউপি সচিব মাজেদুর রহমান, কাজিহাল ইউপির সচিব মোঃ আলী, ফুলবাড়ী সমাজ সেবা অফিসের সুপারভাইজার মোছাঃ আলেমা খাতুন, উপজেলা ক্রেডিট সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম সহ উপজেলার ৭টি ইউনিয়নের আদিবাসীরা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Spread the love