
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে গত মঙ্গলবার বিকেল ৪টায় জমি ও বাড়ী দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১২ জন আহত হয়েছে।
উক্ত ঘটনায় ওই দিন রাতে ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সমশের আলী বাদী হয়ে ২৪ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ঘটনা স্থল থেকে ১৬ জনকে আটক করেছে।
সংঘর্ষে আহতরা হলেন, খয়েরবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে সোহাগ(১৯), মোসলেম উদ্দিনের ছেলে খাদেমুল (২২), আবু হোসেনের ছেলে সামছুল (৩২), তারফুলের ছেলে করিফুল (৪০), কফিল উদ্দিনের স্ত্রী মাহামুদা (৫০), রাজ্জাকের স্ত্রী করিমন (৩১), মুক্তার আলীর স্ত্রী ফজিলা খাতুন (৪৫), মৃত জাবেদ আলীর স্ত্রী জামিলা (৪৫) করিম উদ্দিনের ছেলে রাজ্জাক (৩৭), বইমুদ্দিনের ছেলে মকবুল (৬৫) ও মমিনুলের স্ত্রী রহিমা (২২) তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মামলার এজারসুত্রে ও স্থানীয় বাসীন্দাদের নিকট জানা গেছে, উপজেলার খয়েরবাড়ী ইউপির ফকিরপাড়া গ্রামের তারফুল মিয়ার সঙ্গে একই এলাকার মকবুল হোসেনের বাড়ী ভিটার জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার বিকেল ৪টার সময় মকবুল হোসেন বিভিন্ন এলাকার লোকজনকে একত্রিত করে তারফুল ইসলামের বাড়ীর মধ্যে থাকা জমি দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় উভয় পক্ষের ১২জন আহত হয়। আহতদের তৎক্ষনাত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই ঘটনায় ঐ দিন রাতে ২৪ জনকে আসামী করে তারফুলের জামাতা সমশের আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ফুলবাড়ী থানা পুলিশ ১৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, খয়েরবাড়ী ফকিরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মতিয়ার রহমান (৩৫), মমিনুল ইসলাম (৩২), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোজাম্মেল হক এর ছেলে হৃদয় (২৬), নজরুল ইসলামের ছেলে রুবেল (২০), মোরশেদ আলীর ছেলে জলিল (৩২), তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (২০), হরমুজ আলীর ছেলে মোবারক (২২) মোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম (২৮), সুজাপুর গ্রামের ইব্রাহিমের ছেলে রিপন (২৮), জাহাঙ্গীর আলম শাহ’র ছেলে আবিদ হাসান (২০) গকুল গ্রামের কমল চন্দ্রের ছেলে সনাতন চন্দ্র (২৮), সুজাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৫০), নবাবগঞ্জ উপজেলার শালঘরিয়া গ্রামের সাদেকুল ইসলামের ছেলে রহিম (৩৫), পশ্চিম গৌরীপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে নাঈম (২৪), সুজাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম (২২) ও কাটাবাড়ী গ্রামের মৃত রেজাউল ইসলাম বাবুলের ছেলে শাকিল রেজভি পরাগ (২০)।
পুলিশ জানান ধৃতরা ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী তারা সকলে জোটবদ্ধ হয়ে জমি দখল করার জন্য সেখানে গিয়ে মারডাং করেছে।