মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শেখ সাবের আলী, ষ্টাফ রিপোর্টার, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় নিমতলা মোড় বিএনপির কার্যালয় থেকে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য, সাবেক সংসদ সদস্য, বিশিষ্টি সমাজ সেবক আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল  হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি খুরশীদ আলম মতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, থানা বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর যুবদলের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ গোলাফ্ফর হোসেন, থানা যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ শিবলী সাদিক। যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।