
মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয মৎস্য সপ্তাহ পালনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ও মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বিশাল র্যালী বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালী শেষে সকাল ১১টায় ফুলবাড়ী ছোট যমুনা নদীতে মৎস্য পোনা অবমুক্ত করে সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন নিমতলা মসজিদের ইমাম হাফেজ মোঃ এমদাদুল হক।
জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন্নাহার মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ¬ব, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জল।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল জ্বল আছে যেখানে মাছ চাষ সেখানে। এবার ফুলবাড়ী উপজেলার তিনজন স্বাবলম্বী মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উপজেলার মৎস্যজীবী, মৎস্যচাষী, জেলে ও বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ। সহযোগীতায় ছিলেন ফুলবাড়ী এডিপি ওয়ার্ল্ড ভিশন।