
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশনে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন তল্লাশী করে বিপুল পরিমাণ চোরাপথে আসা ভারতীয় মালামাল জব্দ করেছে। ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায় উপজেলা টাস্কফোর্স সকাল সাড়ে ১১টা হতে ১২টা পর্যন্ত তিতুমীর এক্সপ্রেস ট্রেন তল্লাশী করে ভারত থেকে চোরা পথে আসা ১টি শাড়ী, ২৭ টি বউটুপি, ৩টি শাল চাদর, ৩টি সিনকারা, গ্যানিকল ২টি, কানের দুল ৪৮০ জোড়া, ষ্টিল প্লেট ১৬টি ও কার্পেট ৩টি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৩৪হাজার টাকা। এ সময় অভিযানে ফুলবাড়ী ২৯ বিজিবির নায়েক সুবেদার নজরুল ইসলাম ও হাবিলদার আব্দুস সাদেক এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য ও ফুলবাড়ী থানার পুলিশ ফোর্স অভিযানে অংশ নেয়।