
একরামুল হক বেলাল : দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার বেলা সোয়া ২টায় ফুলবাড়ী-পার্বতীপুর সড়কে বাগড়া মোড় নামক স্থানে ট্রাক্টরের চাপায় আব্দুল ওয়াজেদ আলী নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে।
নিহত আব্দুল ওয়াজেদ আলী পার্বতীপুর উপজেলার শেরপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম ও স্থানীয় প্রত্যক্ষ দর্শীরা জানায় মটরসাইকেল যোগে প্রভাষক ওয়াজেদ আলী বাড়ী ফিরছিলেন। এসময় বগড়া মোড় নামক স্থানে একই দিকে যাওয়া পার্বতীপুর গামী একটি ট্রাক্টর(টলি) মটরসাইকেলটিকে অতিক্রম করার সময় পিছন দিক থেকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই প্রভাষক মৃত্যুবরণ করেন।