ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত তরুণীর মৃত্যু ঘটেছে।
এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোলরুম সূত্রে প্রকাশ, আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেনের নিচে লাফ দিয়ে এক তরুণী দ্বিখন্ডিত হয়।
তরুণী ঘটনাস্থলেই মৃত্যু হলে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে এবং বিকেলে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্তের পর নিহত তরুণীর পরিচয় না পাওয়ায় তার লাশ মেডিকেল কলেজের হীমঘরে রাখা হয়েছে।
নিহত তরুণীর পরনে সালোয়ার কামিজ ছিল। তার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। পরিচয় জানার জন্য পুলিশের কন্ট্রোল রুম মাধ্যমে হৈচৈ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন
ফুলবাড়ী, দিনাজপুর
মোবাইলঃ ০১৮১৯৫৫১১৪১