ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাড়াহুড়া করে ট্রেন থেকে নামতে গিয়ে নারী-পুরুষ, শিশুসহ ২০জন আহত হয়েছে এবং নামতে পারেননি শতাধিক যাত্রী।
পরবর্তীতে ঐসব যাত্রীকে বাস ও ফিরতি ট্রেনে ফিরতে হয়েছে ফুলবাড়ীতে। এদের মধ্যে ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের আলী আকবরের ছেলে রাহাত হোসেন ছোটন (২৩), পার্বতীপুরের মধ্যপাড়া পাঁচপুকুর গ্রামের রাফায়েল খুজুরের স্ত্রী শান্তি খুজুর (৪৭) ও আমবাড়ির আব্দুল লতিফ (৫৫) নামের তিনজনের অবস্থা গুরুতর।
আহত যাত্রী রাহাত হোসেন ছোটন, শান্তি খুজুর, লোকমান হাকিম ও তার স্ত্রী রওশন আরা অভিযোগ করে বলেন, ট্রেনটি স্টেশনে তিন মিনিট দাঁড়ানোর কথা থাকলেও সেখানে এক মিনিটও না দাঁড়িয়ে ছেড়ে দেয়ায় যাত্রীরা ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আন্তত ২০জন যাত্রী দুর্ঘটনার শিকার হয়ে প্রাণে বেঁচে গেছেন।
এর জন্য পুরোপুরি স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যানসহ ট্রেনের গার্ড ও চালক দায়ি। একই কারণে ট্রেন থেকে নামতে না পেরে ট্রেনেই চলে গেছেন পার্শ্ববর্তী পার্বতীপুরে শতাধিক যাত্রী।
ট্রেন থেকে নামতে গিয়ে আহত এবং নামতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে কর্তব্যরত স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ট্রেনটি স্টেশনে তিন মিনিট দাঁড়ানোর কথা। কিন্তু পয়েন্টসম্যান জালাল উদ্দিন তার সাথে কোন পরামর্শ না করেই লাইন ক্লিয়ার দেয়ায় ট্রেনটি দাঁড়ানোর পরপরই স্টেশন থেকে ছেড়ে যায়। তিনি দাবি করেন, যা কিছু ঘটেছে পয়েন্টসম্যানের দায়িত্বহীনতার কারণেই ঘটেছে।