শেখ সাবীর আলী,ষ্টাফ রিপোর্টার, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ডাকাতির ঘটনায় জাড়িত থাকার সন্দেহে এক ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক স্থান থেকে তাদেরকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
আটক কৃতরা হলো, খয়েরবাড়ী ইউপি সদস্য অদ্রবাড়ী গ্রামের অলিমুদ্দিনের ছেলে লিটন (৩৫), পুর্ব গৌরীপাড়া গ্রামের জামিল উদ্দিনের ছেলে জিবন (৩৩) ও জামালপুর জেলার মালোবাদ উপজেলার বালুরচর গ্রামের মোশারফ হোসেনের ছেলে ওছমান মিয়া (২৫)। তাদেরকে শনিবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ধৃতরা সকলে গত গত ১৩ অক্টোবর ভোর রাতে উপজেলা গেট সংলগ্ন বাড়ীর ডাকাতির ঘটনার সন্দেহভাজর আসামী।