
দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার চকসাহাবাজ পুর গ্রামের গতকাল মঙ্গলবার বেলা ১১টায় লাঠিসোঠা দলবল নিয়ে বিরোধপূর্ণ ১৫ বিঘা জমির কাঁচাপাকা ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা । এই নিয়ে অপর পক্ষে শক্তি বৃদ্ধি করছেন ঐ এলাকায়। ঘটনাটি কেন্দ্র করে ঐ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ঐ ঘটনা পর ঘটনাস্থল পরিদর্শন করছেন ফুলবাড়ী থানা পুলিশ। পুলিশ জানান, উভয়ে পক্ষে কোটের রায় তাদের পক্ষে থাকার দাবি করছে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জহির উদ্দীনের ছেলে আঃ সাদেক সহ কয়েক শত লোক লাঠিসোঠা নিয়ে চকসাহাবাজপুর মৌজার বিরোধপূর্ণ জমিতে সমাবেত হয়। এর পর তারা তাদের সঙ্গে মালিকা নিয়ে বিচারধীন বিরোধপূর্ণ জমির ধান কাটা শুরু করে। একই ভাবে বারকোনা মৌজারও ধান কেটে নিয়ে যায় কিন্তু ঐ ধান গুলো এখনও সম্পূর্ণ ভাবে পাকে নি। এই অবস্থা দেখে অপর পক্ষে ইয়াকুব আলীর ছেলে পক্ষেও চকসাহাবাজপুর গ্রামের শতাধীন যুবক একত্রি হয়ে প্রতিপক্ষেকে বাধা দেওয়া চেষ্টা করে কিন্তু ততক্ষনে তারা ধান কেটে নিয়ে চলে যাওয়ায় উভয়ের মধ্যে আর কোনো সংঘর্ষ হয় নি। এর পর থেকে ঐ এলাকায় অপর পক্ষে শক্তি বৃদ্ধি করলে চরম উত্তেজনা দেখা দেয়। এ রিপোট লেখা পর্যন্ত ঐ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনা লোকমুখে ফুলবাড়ী পৌর শহরের ছড়িয়ে পড়লে ফুলবাড়ী থানার এসআই শাহ্ আলম ও এসআই রফিক এর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে উভয় পক্ষেকে শান্ত থাকার নির্দেশ দেন।
ধান কর্তনকারী দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জহির উদ্দীনের ছেলে আঃ সাদেক দাবী করেন বলেন, উচ্চ আদালতে আদেশ বলে এই ধান কর্তন করা হয়েছে। এত লোক কেন এ কথা জিজ্ঞসা করলে তিনি বলেন, প্রতিপক্ষরা কোর্টের আর্দেশ অমান্য করে বাধ্য সৃষ্টি করতে পারে তাই লোকজন বেশি করে নিয়ে আসা হয়েছে।
অপরদিকে অপরপক্ষ চকসাহাবাজপুর গ্রামের মৃত: ইয়াকুব আলীর ছেলে রুবেল জানায়, তাদের পাওয়া গত ২৩/০৭/২০১৪ইং তারিখের আদলতের আদেশ পুনরায় ঐ মাসের ২৫ তারিখে আদালত কর্তৃক স্থগীত করেছে। তার পরেও তারা জোর করে এই ধান কর্তন করল।
উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা, চকসাহাবাজপুর মৌজার ৭ একর ২৩ শতক ও বারকোনা মৌজার ৬৪ শতক জমি নিয়ে দঃ বাসুদেবপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে আঃ সাদেক সং এর সঙ্গে চকসাহাবাজপুর গ্রামের আব্দুল জববারের ছেলে ইয়াকুব আলী ও ইয়াছিন আলী বাটোয়ারা মামলা ১৯৬১ সাল থেকে চলে আসছে। যার মামলা নং- ১৩৭। মামলাটি গত ২৩/০৭/২০১৪ ইং তারিখে উচ্চ আদালত থেকে একটি ডিগ্রী পান জহির উদ্দিনের ছেলে আঃ সাদেক গং। এর পর তারা এই জমিটি দখলে নেওয়ার চেষ্ট করেন। এর পর উক্ত আদেশের বিরুদ্ধে ০৫/২০১৪ নং একটি আপিল করেন ইয়াকুব আলীর ওয়ারিশেরা। সেটি এখনো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার দলবল নিয়ে বিরোধপূর্ণ জমির কাচাপাকা ধান কেটে নিয়ে গেলেন আঃ সাদেকেরা।