
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে দেবীপুর গ্রামের ছো্ট যমুনা নদী উপর নিমির্ণত একটি কাঠের ব্রীজ দুর্ভোগ কমিছে ১০ গ্রামের মানুষের। গ্রামবাসীরা জানান, দীর্ঘ দিন থেকে এই নদীতে ব্রীজ না থাকায় ইউনিয়ন কার্য্যালয়ে সঙ্গে যোগাযোগ করতে তাদেরকে ৫ কিলোমিটার রাসত্মা ঘুরে আসতে হতো। এই জন্য তারা নদীর উপর একটি ব্রীজ জন্য বিভিন্ন মহলে দাবী জানিয়ে আসছিল। অবশেষে গত ২০১৩-২০১৪ইং অর্থ বছরের ইউনিয়ন পরিষদ নদীর উপর একটি কাঠের ব্রীজ নির্মাণ করার তাদেরকে যাতাযাতের করতে আর ৫ কিলোমিটার রাসত্মা হাটে হচ্ছে না।
এলাকায় বাসীর লালুটু কবিরাজ জানান, শিবনগর ইউনিয়নে মাছ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী ও তিলাই নদী এই ইউনিয়নকে তিন ভাগে বিভক্ত করে ছিল। তার মধ্যে হাজিডাঙ্গা নামক স্থানে তিলাই নদীর উপর ব্রীজ নির্মাণ হলোও যমুনা নদীর উপর ব্রীজ না হওয়া ইউনিয়নে দেবীপুর পাঠকপাড়া, সমশের নগর, বুজরম্নক সমশেরনগরসহ প্রায় ১০ গ্রামের লোক ইউনিয়ন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এমনকি নদীর পূর্বপাড়ে ঈদগাহ্ মাঠ থাকায় বর্ষাকালে ঈদ উদ্যাপন হলে দেবীপুর গ্রামের বাসিন্দাদের ঈদের নামাজ পড়া দুস্কর কয়ে পড়েছিল। কিন্তু গত অর্থ বছরে নদীর উপর এই ব্রিজটি নির্মাণ হওয়ায় এই এলাকার বাসিন্দারা সেই দূর্ভোগ থেকে রক্ষা পেয়েছে।
শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশিদ জানান এই নদীটি এই ব্রিজের অভাবে ইউনিয়নবাসীকে বিভক্ত করে ফেলেছিল। এখানে একটি ব্রিজ নির্মাণ করতে খরচ হবে কোটি টাকার উর্দ্ধে। কিন্তু সে রকম বরাদ্দ ইউনিয়নে না থাকায় গত ২০১৩-১৪ অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের ২লাখ ৪৪ হাজার টাকা ও অন্যান্য প্রকল্পের টাকা একত্রিত করে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করা হযেছে। এতে ভারী যানবাহান চলাচল করতে না পারলেও গ্রামের বাসিন্দারা রিক্সা ভ্যান সাইকেল মোটর সাইকেল নিয়ে অনায়াসে যাতায়াত করছে। তিনি বলেন এ রকম আর একটি টিআর প্রকল্প থেকে ইউনিয়নের পূর্ব প্রান্তে রামভদ্রপুর এলাকায় টিআর প্রকল্প থেকে একটি বেগ ফিল্ড রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তাটি বরাদ্দের অভাবে পুরোপুরি নির্মাণ করা সম্ভব হয়নি। বরাদ্দ পেলে বাকী অংশ করা হবে।