দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহি নসিমন(ভটভটি)উল্টে গিয়ে ওই নসিমন করিমনে থাকা ১১ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। একই ঘটনায় ওই নসিমনে থাকা দুটি গরু ঘটনাস্থলে মারা গিয়েছে।
গত সোমবার সন্ধা ৬টায় ফুলবাড়ী ঢাকা মহাসড়কে উপজেলার পুর্ব নারায়নপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই নসিমনের চালক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার করনজি গ্রামের মনির উদ্দিনের ছেলে মমতাজ আলী(৩৮), একই এলাকার দফিল উদ্দিনের ছেলে আফছার আলী(৪০), ফজি মন্ডলের ছেলে বাবু (৬০), দফিল উদ্দিনের ছেলে আমিনুল(৩৪), শুক্রুর আলীর ছেলে আতাসুল(৬১), মোফাজ্জল হোসেনের ছেলে আমির হোসেন (৪০), মোতালেব হোসেনের ছেলে মাহাবুব (৩৫), শুকুর আলী ছেলে আব্দুল আলীম(৫২), একই উপজেলার দরিয়া বাজার এলাকার সমশের আলীর ছেলে বেলাল(৫০), ওসমান গণির ছেলে রবিউল (৩৫) ও আমিনুল(৩২)। আহতরা সকলেই গরু ব্যবসায়ী জানা গেছে।
ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, পার্শ্ববর্তী আমবাড়ী গরুর হাট থেকে ছেড়ে আসা নসিমন দুটি গরু ও ১২জন যাত্রী নিয়ে পাঁচবিবি যাচ্ছিল। নসিমনটি পুর্ব নারায়নপুর গ্রামের নিকট গিয়ে নসিমনটির সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে গরু দুটি মারা যায় এবং নসিমনে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মিরা উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তারা উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।