
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায়, পরিবার রিকল্পনা বিষয়ে সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্দেগ্যে আগামী ৮ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ সফল করার লক্ষে এই এ্যাডভোকেসি সভা করা হয়।
এ্যাডভোকেসি সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার রিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, অনান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল হক, বরেন্দ্র ও পানিসম্পদ কর্মকর্তা আজমল হোসেন ,প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা আব্দুর রউফ , ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, প্রমুখ। এ্যাডভোকেসি সভায় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।