
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা সামেন রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বসছে জমজমাট পশুর হাট। কিন্তু পশুর হাটে পশু চিকিৎসক দ্বারা রোগ নির্নয়ের ব্যবস্থা না থাকায় রোগাক্রান্ত পশু বিক্রির আশঙ্কা দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। এজন্য পশু ক্রেতারা মোটা নাদুস নুদুস পশুর বিপরিতে ছোট দেশী পশুর দিকে ছুটছেন। এজন্য বিদেশী মোটা তাজা নাদুস নুদুস পশুর চেয়ে দেশী ছোট পশুর চাহিদা ও দাম দুটোই বেশি দেখা গেছে পশুর হাটে।
উপজেলার সবচেয়ে বড় পশুর হাট পৌর সভার উপশহরে গত বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায় সেখানে হাজার হাজার দেশী-বিদেশী গরু ছাগল আমদানী করা হয়েছে এবং স্থানী ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পশুব্যাবসায়ীরা পশু কেনার জন্য এসেছে। একারণে পশু আমদানীর পাশাপাশি ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুলনা মূলক ভাবে গত এক সপ্তহ অপেক্ষা পশুর দাম বেশী দেখা গেছে। ফুলবাড়ী পৌর পশুর হাটে ২০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত গরু বিক্রি হতে দেখা গেছে। এছাড়া ৪ হাজার থেকে ১২হাজার টাকা পর্যন্ত খাশি ছাগল বিক্রি হতে দেখা গেছে। তবে পশুর হাটে পশুর রোগ নির্নয়নের জন্য পশু চিকিৎসক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পশু ক্রেতারা। এ বিষয়ে কথা বলার জন্য পশু সম্পদ অধিদপ্তরসহ হাট ইজারাদার পর্যন্ত যোগাযোগ করেও কথা বলার জন্য কাওকে পাওয়া যায়নি।
এদিকে পৌর পশু হাট ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বসছে পশু হাট। সেখানেও কোন প্রকার পশু চিকিৎসকে উপস্থিত দেখা যায় নাই। এতে করে আসন্ন ঈদুল আযহার পশু কোরবানী নিয়ে আতংঙ্ক রয়েছে স্থানীয় বাসিন্দরা।