রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ১৮৫ বোতল ফেন্সিডিল সহ ১জন আটক

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ফুলবাড়ী -দেশমা সড়কের চিন্তামন নামক স্থানে অভিযান চালিয়ে ১৮৫ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ১ চোরাকারবারীকে আটক করেছে  থানা পুলিশ ।
ধৃত চোরাকারবারী পারর্বতীপুর উপজেলার  কাঁটাবাড়ী গ্রামের মৃত-মফিজ প্রামানিক এর ছেলে এন্তাজুল প্রামানিক (৩০) বলে পুলিশ জানায়। এ বিষয়ে ফুলবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম রফিক বাদী হয়ে চোরাচালান প্রতিরোধ আইনে ৭জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ফুলবাড়ী-দেশমা সড়কের চিন্তামন নামক স্থানে আমিসহ থানার এস আই শাহ আলম , রফিকুল ইসলাম, আক্তার হোসেন, নওশাদ, এ এস আই আমিনুল ইসলাম সহ ১২জন এর একটি পুলিশের দল নিয়ে ওৎ পেতে থেকে একটি চোরাকারবারী ১৫-২০জনের একটি দলকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে চোরাকারবারী দলটি তাদের অধিকাংশ মালামাল ফেলে দিয়ে পালিয়ে যায় এবং ঐ দলের ১জন এন্তাজুল কে আটক করি ও তাদের ফেলিয়ে যাওয়া ৩টি পোটলা উদ্ধার করি। ঐ পোটলাগুলি তল্লাশি করে ১৮৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পরে ধৃত এন্তাজুলকে জিজ্ঞাসা করে অন্যান্য চোরাকারবারীদের তথ্য সংগ্রহ করে  ৭জনকে আসামী করে ১টি মামলা দায়ের করা হয়েছে।

 

 

Spread the love