
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নগরায়ন পরিকল্পনা বিষয়ে পৌর নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভা বুধবার বেলা ১২টায় পৌরসভা মিলায়নতের অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী পৌরসভার আগামী ২০ বছরের উন্নয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এই মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় পৌর মেয়র মুরতুর্জা সরকার মানিক এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন পৌর সচিব মিজানুর রহমান, পৌর সহকারী প্রোকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, এলজিইডি উপজেলা পৌর সভার নগর পরিকল্পনা কর্মকর্তা নগর পরিকল্পনা বিদ মির্জা জাদিদ হাসান, ডাটা এক্সপার্টয় (প্রাঃ) লিমিটেড এর কর্মকর্তা নগর পরিকল্পনা বিদ শুভাশিস গোস্বামী, শিকদারের সাইদুর জ্জামান, সহকারী জিআই এস স্পেশালিস্ট মোঃ মনিরুজ্জামান।
মত বিনিময় সভার বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধার কমান্ডার লিয়াকত আলী, ব্যবসায়ী ও সাবেক চাউল কল মালিক সমিতির সভাপতি সামুল হক মন্ডল, সাংবাদিক শেখ সাবীব আলী, মোঃ রজব আলী, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গবিন্দ চন্দ্র সরকার, হারুনুর রশিদ প্রমুখ।
এসময় ফুলবাড়ী পৌরসভার কাউন্সিলরগণ ও পৌরসভার পদস্থকর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
নগর পরিকল্পনায় আগামী ২০ বছরের মধ্যে বাইপাস সড়ক, একটি অধুনিক স্টেডিয়াম, প্রতিটি ওয়ার্ডে মা ও শিশু চিকিৎসা কেন্দ্র সহ ব্যাপক উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে।