মোঃ মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের মিরপুর জ্বলেশ্বরী গ্রামে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ নবিউল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়। ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের মিরপুর জ্বলেশ্বরী গ্রামের মোঃ নবিউল ইসলামের স্ত্রী মোছাঃ সালমা বেগম এর ফুলবাড়ী থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়,
গত ৯ জুন রাত্রি ১১টায় মিরপুর জ্বলেশ্বরী গ্রামের মৃত আবু হানিফের পুত্র মোঃ হাফিজুল ইসলাম (৩২), মোঃ লালু মিঞা (৩৫), মোঃ বুদু মিঞা (৩৫), মোঃ আবু তাহের (৫৫), মোঃ হায়দার আলী (২২), মোঃ জাফর আলীর পুত্র মোঃ নুর জামাল (২৯), মোঃ আবু তাহেরের পুত্র মোঃ সোহেল মিঞা (৩৫), মৃত জামিল হোসেন এর পুত্র মোঃ আনোয়ারুল হক (৩০), মকবুল এর পুত্র মোঃ বাতেন মিঞা (২৪), মাইনুদ্দিন এর পুত্র মোঃ শাহাজাহান (২৮), মোঃ শাহ্ জামাল (৩৫), জামিল হোসেনের পুত্র সেজো (৪৫), আয়েজ মিঞার পুত্র মোঃ আব্দুল মজিদ (৩৫), আব্দুর রহমান এর পুত্র মোঃ ফজলু (৩৫), জাহিরুদ্দিনের পুত্র মোঃ মকবুল (৫০), লুৎফর রহমান এর পুত্র মোঃ ভুট্টু (৩৫) তারা ঐ দিন ১৫ থেকে ২০ জন দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ি বাশেঁর লাঠি, লোহার রড, ধারালো ছুরি, হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মোঃ নবিউল ইসলাম এর বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালি গালাজ করে।
এ সময় প্রতিপক্ষের মোঃ আবু তাহের হুকুম দিলে হাফিজুল ইসলাম মোঃ লাবু মিঞা, বুদু মিঞা, ও মোঃ আবু তাহের নবিউল ইসলাম এর স্ত্রী সালমা বেগমকে ধরে টান হেঁচড়া ও শ্লীলতা হানি এবং এলোপাতাড়ি মারপিট করতে থাকে। মোঃ হায়দার আলী ও মোঃ নুর জামান নবিউল ইসলামের স্ত্রীর গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেন ও চার আনা ওজনের কানের ঝুমকা ছিনিয়ে নেয়। মোঃ হাফিজুল ইসলাম এ হাতে থাকা হাসুয়া দিয়ে সালমা বেগমের স্বামী মোঃ নবিউল ইসলাম এর মাথায় আঘাত করলে রক্তাত্ব অবস্থায় মাটিতে পড়ে যায়। এ সময় মোঃ লাবু মিঞা হাতে থাকা ছোরা দ্বারা পুনরায় চোট দেয়। রক্তাত্ব জখম অবস্থায় নিজেকে রক্ষা করার জন্য চিৎকার করলে নবিউল ইসলামের বড় ভাইয়ের স্ত্রী মোছাঃ রেণু বেওয়া (৩৮) ও ভাতিজা মোঃ আরমিনা (১৮) ছুটে আসলে তাদেরকেও মারপিট করে আহত করেন। মারাত্বক আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে ঐ দিনেই ফুলবাড়ী হাসপাতালে ঐ রাতেই চিকিৎসার জন্য ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক আহত নবিউল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার আরও অবনতি হলে পরবর্তীতে ১০ই জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। ২ দিন চিকিৎসা রত থাকা অবস্থায় ১২ই জুন মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে নবিউল ইসলামের স্ত্রী মোছাঃ সালমা বেগম বাদি হয়ে ১৬ জনকে আসামি করে এবং অজ্ঞাত ২২ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় ১১/০৬/২০১৬ ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ দ:বি। এ ব্যাপারে মামলার আইও এস আই শাহ্ আলম এর সাথে কথা বললে তিনি জানান ঐ হত্যার সাথে জড়িত মামলার ইজাহারভূক্ত মকবুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং অজ্ঞাত মোঃ মাহফিজুর রহমান ও মোছাঃ হামিরন বেগমকে আটক করা হয়েছে।
এদিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলীর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, মামলা পেয়েছি, মামলার আইও শাহ্ আলম। তিনি মামলা তদারক করছেন। বিষয়টি নিয়ে তার সাথে কথা বলেন।
অপরদিকে মামলার বাদি জানান, এই হত্যার সাথে জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রভাবশালী মহলের চাপের মুখে ফুলবাড়ী থানার পুলিশ আসামি ধরছে না। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। এ ব্যাপারে মোছাঃ সালমা বেগম ন্যায় বিচারের আশায় স্বরাষ্ট্র মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।