
শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে ফালগুন মাসের ঝড়ে কাচা ঘর বাড়ী ভেঙ্গে লন্ড ভন্ড হয়ে গেছে। ঝড়ে পড়ে গেছে আমের মুকুল। ঝড়ে ভেঙ্গে গেছে অনেক গাছ পালা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টা থেকে ১২টা পর্যন্ত টানা দেড় ঘন্টা এই ঝড় ও শিলা বৃষ্টি হলে এই ক্ষয়-তি হয়।
গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে ফাগুনের ঝড়ে প্রায় শতাধিক কাচা ঘরের টিনের চালা উড়ে গেছে। অনেক কাচা ঘর প্রাচীর ভেঙ্গে গেছে। ছোট ছোট গাছ পালা ঝড়ে ভেঙ্গে গেছে, ভেঙ্গে গেছে মুকুলসহ আমের ডাল আবার শিলা বৃষ্টিতে গাছের মুকুল ঝরে গেছে। এতে আমের ব্যাপক তি হয়েছে।
এদিকে শিলা বৃষ্টি আর ঝড়ে ভূট্টা তে ও সরিষার ব্যাপক তি হয়েছে। তবে এখন পর্যন্ত য়তির পরিমাণ নির্ধারণ করে বলতে পারেনি উপজেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা তাজুল ইসলাম। তবে য়-তির পরিমান নির্ধারন করা না হলেও ভুক্ত ভোগীদের মাথায় হাত পড়েছে।