শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ সার ও কীটনাশক ব্যবসায়ী আটক

দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীর মাদিলাহাট বাজারে নূর ট্রেডার্স নামে এক সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দোকানের মালিক নাদির হোসেনকে আটক করেছে বিজিবি’র টহল দল৷

অপরদিকে, একই দিনে এনাতেপুর মোড় হতে সকাল ৬টায় পুলিশ ৯৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে৷

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে ফুলবাড়ীর চকএনায়েতপুর গ্রামের নূর হোসেনের ছেলে নাদির হোসেনকে আটক করে বিজিবি৷

পরে থানায় সোপর্দ করে বিশেষ ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আব্দুর রউফ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় এক মামলা দায়ের করেছেন৷ যার মামলা নং-১, তারিখ-১/৪/১৫ ইং৷

মামলার বাদী নায়েক সুবেদার আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টায় ফুলবাড়ীর মাদিলাহাট বাজারে নূর ট্রেডার্স নামে একটি সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে কীটনাশকের প্যাকেটের মধ্য থেকে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়৷ এ সময় দোকানের মালিক নাদির হোসেনকে ফেন্সিডিল আমদানী ও বিক্রির দায়ে আটক করে থানায় ফেন্সিডিলসহ সোপর্দ করা হয়েছে৷

এদিকে ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম বলেন, আজ সকালে এএসআই শামীমসহ এক দল পুলিশ ওত পেতে থেকে একটি চোরাকারবারী দলকে ধাওয়া করলে তারা ফেন্সিডিল ফেলে দিয়ে পালিয়ে যায়৷ এ সময় ঐ পোটলা থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়৷