দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার জিয়ার মিল মোড়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ ২জনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটককৃতরা হলেন, রংপুর সিটি মহানগরের ২০নং ওয়ার্ডের বুরাতি পাড়া গ্রামের মৃত-আবুল কালাম আজাদ এর ছেলে সুমন (২৮) ও একই এলাকার আফছার আলীর ছেলে জয়নাল (৩৫)।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) শেখ মোঃ গোলাম মোস্তফা জানায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী রংপুর মহাসড়কের জিয়ার মিল নামক স্থানে ফুলবাড়ী থানার এস আই আকতার হোসেন এ এস আই শাহাজানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রংপুর গামী একটি মটর সাইকেল ধাওয়া করে তলাশী চালিয়ে ঐ মটরসাইকেল আরোহীদের ব্যাগ তলাশী করে আমদানী নিষিদ্ধ ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে এবং মটর সাইকেল আরোহী ২জন সুমন ও জয়নালকে মটরসাইকেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় এ এস আই শাহাজাহান বাদী হয়ে ঐ দিন একটি মামলা দায়ের করা হয়েছে।