রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিএনপি ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ীতে ছাত্রদলের Phulbari-BNP-Bikkhop-29.09.2014কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল ৪টায় নিমতলা মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বাশার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি মোঃ মাহাবুব আলম, সাধারণ সম্পাদক জাকিউর রহমান চঞ্চল, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নবাব আলী, বিএনপি’র ছাত্রদল, সেচ্ছাসেবক দলের ৫শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে নিমতলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম তিনি বলেন, অবিলম্বে হাবিবুর রশিদ হাবিবকে মুক্তি দেয়া হোক, মুক্তি দেয়া না হলে উত্তরাঞ্চলসহ সারা দেশ অচল করে দেয়া হবে। এই ফ্যাসি বাদী সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাক শালিকায়দায় রাষ্ট্র পরিচালনা করছে। তারা ক্ষমতাকে আকরে ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। সেই সুজুগ জনগণ কখন হতে দিবে না।

এদিকে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বলেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হয়ে বন্দুকের নল দিয়ে জনগণকে ভয় দেখিয়ে বিনা ভোটে ক্ষমতায় এসে বিএনপিসহ সকল নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা জড়িয়ে জেলহাজতে পুড়ছে।

Spread the love