
শেখ সাবীর আলী ফুলবাড়ী(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ ৫লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুর রশিদ (পিএসসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমামেত্মর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৭০ বোতল ফেন্সিডিল, ৫০০ পিচ শাঁখা, ২টি মটর সাইকেল, ৩৭০ কার্টুন স্যাম্পু জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য অনুমানিক ৫ লাখ ৬ হাজার ৯১০ টাকা। তিনি আরও বলেন, অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।