শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিজয়া দশমীতে শোভাযাত্রা ও দুর্গামেলা অনুষ্ঠিত

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শেষ দিন বিজয়া দশমী উপলক্ষে শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্গা প্রতীমা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দুর্গা মেলা অনুষ্ঠিত হয়েছে।

পৌর শহরের ঐতিহ্যবাহী কালী মন্দির চত্বর থেকে দুর্গা প্রতীমা নিয়ে হিন্দু সম্প্রদায়ের নর-নারীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে শাখা যমুনা নদীর পশ্চিম পাড়ে স্থানীয় সরকারি কলেজ মাঠে রাখা হয়। সেখানেই ঐহিত্যবাহী দুর্গা মেলার আয়োজন করা হয়। মেলায় ফুলবাড়ী উপজেলাসহ আশপাশের উপজেলার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে। সন্ধ্যার পর প্রতীমাগুলো শাখা যমুনা নদীতে বির্সজন দেয়া হয়।

উল্লেখ্য, এ বছর উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়নে ৫৩টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার আয়োজন করা হয়।

এদিকে অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রতি ও ব্যপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ায় ফুলবাড়ী-পার্বতীপুর নির্বাচনী আসনের লাগাতার জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্ম ও বর্ণের মানুষের প্রতি কৃজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণের দিকে জাতিকে এগিয়ে নিচ্ছেন। আর সেই কারণে দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নিজের মতো করে পালন করছেন আর অন্য সম্প্রদায়ের লোক সেই উৎসবকে ভাগাভাগি করে আনন্দ করছেন।

উৎসব মূখর পরিবেশে দুর্গোৎসব পালন হওয়ায় সকল ধর্ম ও বর্ণের মানুষের প্রতি কৃজ্ঞতা জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. নিরঞ্জন রায় ও সাধারণ সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

Spread the love