শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিদ্যুতের মামলায় যুবদলের সভাপতি আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের বিল বকেয়া রাখার মামলায় গত বুধবার রাত সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদি যুব দলের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরীকে আটক করেছে থানা পুলিশ। যুব দলের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের মৃত: জালাল উদ্দিন চৌধুরীরর ছেলে।

পুলিশ জানান, ধৃত যুব দল সভাপতি তোফায়েল হোসেনের বিরুদ্ধে বিদ্যুতের বিল বকেয়া রাখার জন্য আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং আদালতের আদেশেই তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে যুব দলের সভাপতি তোফায়েল হোসেনের পরিবারের সদস্যরা দাবি করেন, যে বকেয়া বিলের জন্য আদালতে মামলা রয়েছে তা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে বলে তারা দাবি করেন।