বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিদ্যুৎ সপ্তাহ পালিত

সাব্বির আলী ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোববার ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উদ্দোগ্যে বিদ্যুৎ সপ্তাহ ২০১৪ উৎযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ’’জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’’

বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উদ্দোগ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ফুরবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র কার্যলয় থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়ে র‌্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ কার্যা্যলয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিদ্যুৎ সরবরাহ কেন্দের্র সভাকক্ষে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ফুলবাড়ী আবাসীক প্রকৌশলী মাহবুব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মরতুজা সরকার মানিক, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক দেশ মা পত্রিকার সম্পাদক অমর চাদঁ গুপ্ত অপু। এসময় পৌর কাউন্সিলর আতাউর রহমান, সহকারী আবাসিক প্রকৌশলী মিজানুর রহমান, সাংবাদিক রজব আলী ও আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

Spread the love