
শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেসরকারী সংস্থা বহুব্রীহী ও ওয়াল্ড ভিশন বাংলাদেশ এডিপি ফুলবাড়ীর উদ্যোগে সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে হতদরিদ্র রোগীদের চক্ষু চিকিত্সা প্রদান করা হয়৷ দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হসপিটাল এর ডাঃ কাকুলি চৌধুরীর নেতৃত্বে ৭ সদস্যের একটি মেডিকেল টিম এই চিকিত্সা সেবা প্রদান করেন৷ একদিনের চক্ষু শিবিরে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীর চিকিত্সা প্রদান করা হয় এবং তাদের মধ্য থেকে ১০০ জন চক্ষু রোগীর বিনা মুল্যে চোখের ছানী অপারেশন করা হয়৷