বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

শেখ সাবের আলী: দিনাজপুরের ফুলবাড়ীতে আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য  কেন্দ্রের উদ্দেগ্যে নিরাপদ খাদ্য নিরাপদ স্বাস্থ্য প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি পৌর শহর প্রদক্ষিন করে পুনরায় স্বাস্থ্য কেন্দ্র চত্তরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসমাইল হোসেন, পুষ্টিবীদ ডাঃ আজিজুল হক, সেনেটরী পরিদর্শক নজরুল ইসলাম, বেসরকারী সংস্থা ওয়াল্ড ভিশন এর স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুল হাছান বাবু,ব্রাক স্বাস্থ্য শাখার উপজেলা ম্যানেজার সেলিম হোসেন প্রমুখ।