সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বৃক্ষ মেলা উদ্বোধন

মোঃ মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুরবাড়ী উপজেলা প্রসাশন ও উপজেলা কৃষি সম্প্রসারন্এর উদ্দেগ্যে ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।motri motso.1

গত বুধবার বিকেল ৪টায় উপজেলা প্রাঙ্গনে এই মেলা উদ্বোধন করেন। আগামী ৩দিন পর্যমত্ম এই মেলা চলবে। ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে, উপজেলা চত্তরে মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ ছাড়াও অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, উপজেলা কুষি অফিসার এটিএম মোঃ হামিম আশরাফ, ফুলবাড়ী থানার ওসি মোঃ মোকছেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছাত্তার বেতদিঘী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ নবীউল ইসলাম এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান আক্তার।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা,জনপ্রতিনিধি,সুধিজন এবং সাংবাদিক গন উপস্থিত ছিলেন।