শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বোরো ধান কাটা-মাড়ায় জনপ্রিয় কৃষক আনোয়ারের তৈরী হারভেস্টার মটরযন্ত্র

DINAJPUR HERVESTERদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বোরোধান কাটা-মাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে, কৃষক আনোয়ারের তৈরী হারভেস্টার যন্ত্র। অল্প খরছে সল্প সময়ে এই যন্ত্রদ্বারা ধান কাটা-মাড়া করা যায় বলে কৃষকেরা এই মটরযন্ত্রের দিকে ঝুঁকে পড়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার বেতদিঘি এলাকায় গিয়ে দেখা যায় মাঠজুড়ে বোরোধান কাটা-মাড়া চলছে কৃষক আনোয়ারের তৈরী হারভেস্টার মটরযন্ত্র দিয়ে।

উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের কুষক আনোয়ার স্থানীয় ভাবে এই হারভেস্টার মটরযন্ত্র তৈরী করেছে।

কৃষকেরা জানায় কৃষক আনোয়ারের তৈরী হারভেস্টার মটরযন্ত্রদ্বারা মাত্র ১ ঘন্টায় এক একর জমির ধান কাটা-মাড়া করা যায় এবং এতে খরছ হয় মাত্র ৪ হাজার টাকা অথচ লেবার দ্বারা এক একর জমিতে ধান কাটা-মাড়া করতে  সময় লাগে সারা দিন খরচ হয় সাড়ে ৬ হাজার টাকা। সময় ও খরচ কম হওয়ায় তারা কৃষক আনোয়ারের তৈরী হারভেস্টার মটর যন্ত্রের দিকে ঝুঁকে পড়েছে।

কৃষক আনোয়ার জানায় এই মটর যন্ত্রের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু অর্থ অভাবে এই হারভেস্টার মটর যন্ত্র তৈরী করা সম্ভাব হচ্ছে না। তাই তিনি তার এই প্রযুক্তিকে প্রত্যক কৃষকের নিকট পৌচ্ছে দেয়ার জন্য সরকারের সহযোগীতা কামনা করেন।