
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের স্মরণ সভা ১৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আসাদ স্মৃতি সৌধ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণ সভা প্রস্তুতি কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু এর সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিবি’র জয় প্রকাশ গুপ্ত, এসএম নূরুজ্জামান জামান, ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা হামিদুল হক, জাতীয় গণফ্রন্টের আবুল খায়ের, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সঞ্জিত প্রসাদ জিতু, ওয়ার্কার্স পার্টি শফিকুল ইসলাম শিকদার, সাবেক ছাত্রনেতা এম এ কাইয়ুম, বিপ্লবী ছাত্রমৈত্রী’র হিমেল মন্ডল প্রমূখ।
স্মরণ সভা শেষে পৌর শহরে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।