বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভ্যান চালকের লাশ উদ্ধার

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী বারাই হাট এলাকায় রিক্সা ভ্যান চালক রফিকুল ইসলাম (৩৫) কে দুবৃত্তরা হত্যা করে তার রিক্সা-ভ্যানটি নিয়ে পালিয়েছে।

জানা গেছে গতকাল বুধবার ভোর সাড়ে ৬টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটের দক্ষিণ দিকে, মেলাবাড়ী-কুরমুট ভাসাপাড়ায় রাস্তার পার্শ্বে জনৈক নীরেন চন্দ্রের পুকুরে ঐ এলাকার দীনেশ চন্দ্র একটি ভাসমান লাশ দেখতে পান। এসময় তিনি আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সরকারকে ঘটনাটি জানান। তিনি ঘটনাস্থলে এসে পুকুরের পানি থেকে লাশ তোলার ব্যবস্থা করেন এবং ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেন। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে উপজেলা পার্শ্ববর্তী শিবনগর ইউনিয়নের গংগাপ্রসাদ গ্রামের নিহত ব্যক্তির বড় ভাই ঘটনাস্থলে এসে লাশ দেখে তার পরিচয় নিশ্চিত করেন। নিহত রফিকুল ইসলাম গংগাপ্রসাদ গ্রামের আলহাজ্ব মোছেব আলীর ছোট ছেলে।

রফিকুল বিবাহিত ছিল এবং তার একটি ৩ বছরের ছেলে সন্তান রয়েছে।

নিহতর বড় ভাই শফিকুল জানায়, নিহত রফিকুল মঙ্গলবার সকালে তার নিজের রিক্সা-ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সে রাতেও বাড়ী ফিরেনি। বাড়ীর লোকজন বুধার খোঁজার জন্য বের হলে জানতে পারে পার্শ্ববর্তী এলাকার পুকুরের একটি লাশ পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখেন পুকুরের ভাসমান লাশটিই তার ভাই রিক্সা-ভ্যান চালক রফিকুলের।

ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন।