বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ১ মাদক সেবীর ৬ মাস সাজা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ভ্রাম্যমান আদালতে জাকির হোসেন সুজন (২৩) নামে এক মাদক সেবীর ৬ মাসের সশ্রম সাজা প্রদান করেছেন, ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।

সাজা প্রাপ্ত জাকির হোসেন সুজন, পৌর এলাকার কাটাবাড়ী (নয়াপাড়া) গ্রামের আব্দুল জববারের ছেলে। পুলিশ জানায় নেশা পান করে তার বাড়ীতে পরিবারের লোকজনের উপর চড়াও হওয়ার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ্দ করলে, ভ্রাম্যমান আদালত তাকে উপরোক্ত সাজা প্রদান করেন।