বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়ীর জরিমানা

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ জুয়াড়ী কে আটক করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
জরিমানা প্রদানকারীরা হলেন, কাটাবাড়ী নয়া পাড়া গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে রনি ইসলাম (২২), তেতুলিয়া গ্রামের রনিজ উদ্দিন প্রামানিকের ছেলে ছাবেদুল ইসলাম (২৮), একই এলাকার মৃত মোজাম্মেল হক এর ছেলে মিজানুর রহমান (৪২) ও পার্বতীপুর  উপজেলার জব্বর পাড়া গ্রামের মৃত করিম উদ্দিন এর ছেলে মিজানুর রহমান (৪২)।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজউল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান এর নেতৃর্ত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার তেতুলিয়া জিয়ার মিল মোড় নামক স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত ৪ জুয়াড়ীকে আটক করে প্রত্যেকের নিকট ২শত টাকা করে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক । এসময় ফুলবাড়ী থানায় এস এই মমিনুজ্জামান, এ এস আই প্রবীর সহ ফুলবাড়ী থানা ৫সদস্যের একটি পুুলিশের দল ভ্রাম্যমান আদালতের অভিযানে অংশ নেয়।

 

 

Spread the love