বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ মাদক বিক্রেতার ৬ মাসের কারাদন্ড

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার সকাল ৮টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের গঙ্গাপুর তিলবাড়ী নামক স্থানে অভিযান চালিয়ে এক চোলাই মদ বিক্রেতাকে হাতেনাতে আটক করে ৬ মাসের সশ্রম সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতা উপজেলার গঙ্গাপুর গ্রামের মৃতঃ অছির উদ্দিনের ছেলে হোসেন আলী(৬৫)।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার গঙ্গাপুর তিলবাড়ী নামক স্থান চালিয়ে চোলাই মদ বিক্রেতা হোসেন আলী (৬৫) কে আটক করে উপরোক্ত সাজা প্রদান করেন। এ সময় অভিযানে থানার এসআই আক্তার হোসেন ও এএসআই আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ অভিযানে অংশ নেয়।

Spread the love