সাবির আলী, ষ্টাফ রিপোর্টার, ফুলবাড়ী, দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরম্নজ্জামান এ রায় প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলেন, দিনাজপুর সদর উপজেলার মোহনপুর গ্রামের আজিজুল হকের ছেলে নুরম্নজ্জামান (১৮) একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন(৩৪)।
ফুলবাড়ী থানার এসআই আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের মাদক সেবনের সময় হাতে নাতে আটক করা হয়।