
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের গুরুত্বপুর্ণ উপজেলা ফুলবাড়ী এই উপজেলার সাথে ৫ টি উপজেলা জেলা ও ঢাকার যোগাযোগ। ফুলবাড়ী পৌরশহরের মধ্যে মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানপাট ও মাইক্রোবাস ষ্ট্যান্ড। প্রতিনিয়ত বাড়ছে সড়কে দুর্ঘটনা!! মহাড়সকে দোকানপাট ও মাইক্রোবাস ষ্ট্যান্ড গড়ে উঠায় মহাসড়ক দু’ধারে রাস্তার জায়গা সংকীর্ণ হওয়ায় দিনে দিনে দুর্ঘটনা বাড়ছে। রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। এর ফলে রাস্তায় অহরহ ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। দেখেও না দেখার ভান করছে প্রশাসন। প্রতিদিন শহরে দূঘটনায় কেউ নিহত ও কেউ আহত হচ্ছে। গত এক বছরে ফুলবাড়ী শহরে পাকা রাস্তায় সড়ক দূঘটনায় প্রায় ১৭ জনের মৃত্যু ঘটে । আহত হয় প্রায় ৫০ জন । এদের মধ্যে অনেকে পঙ্গু হয়ে গেছে। দিনাজপুর ফুলবাড়ীর মহাসড়কের প্রেট্রোল পাম থেকে ঢাকা মোড় পর্যন্ত প্রায় ০২ কিলো রাস্তার দুই ধারে জায়গা দখল হয়ে গেছে। যেমন, হাসপাতাল মোড়, ফুলবাড়ী বাসষ্ট্যান্ড মোড়, কলেজ মোড়, উর্বশী সিনেমা হল সংলগ্ন এলাকা, মন্ত্রীর বাড়ী সংলগ্ন এলাকা, নিমতলা মোড়, পৌরসভা ভবন এলাকা, ঢাকা মোড় এলাকা, সহ মহাসড়কের দুই ধারের জায়গা গুলি দখল হয়ে গেছে। স্থানীয় জায়গায় মালিকেরা সড়ক ও জনপথের জায়গার উপরে চায়ের দোকান, ফলের দোকান এবং নানা রকম দোকান পাট বসিয়ে ভাড়া দিয়েছে। দূর পাল্লার যান বাহন গুলি একে অপরকে কাটিয়ে যাতায়াত করতে পারছে না। প্রতিদিন যানজট লেগে থাকছে। এমনকি যানজটের মধ্যে এ্যাবুলেন্স ও আটকা পড়ছে। তারাও যানজট থেকে রক্ষা পাচ্ছে না। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী থাকলেও তারা এসব বিষয়ে মাথা ঘামাতে আসেন না। জানা গেছে, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ ৪০ কিলোমিটার এর আওতায় অবৈধ্য দখলদারদের বিরুদ্ধে দপ্তর থেকে নোটিশ প্রদান করলেও সেই নোটিশ অবৈধ্য দখলদারেরা পাত্তা দিচ্ছে না। ফলে তারা বেপরওয়া হয়ে দিনের পর দিন তাদের জায়গা দখল করে নিচ্ছে। এদিকে ফুলবাড়ী পৌরসভার মেয়র মূতূজা সরকার মানিক, পৌরসভার নির্বাচনে জনগনের ভোট নিয়ে দায়িত্ব পেলেও তিনি ফুলবাড়ী শহরের অবৈধ ভাবে রাস্তার জায়গা দখল হচ্ছে, যানজট বৃদ্ধি পাচ্ছে, সেদিকে কোন পদক্ষেপ নিচ্ছে না। কারন, আগামী দিনে তিনি আবারও পৌর নির্বাচন করবেন এ কারণে ফুলবাড়ী পৌর শহরের কে কোথায় কি করছে সেদিকে তার কোন দৃষ্টি নেই। জনস্বার্থে পৌর কতৃপক্ষের ফুলবাড়ী শহরের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ এখনি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দিনের পর দিন তাদের জায়গা দখল হয়ে যাবে দূঘটনা বাড়তেই থাকবে। এ ব্যাপারে স্থানীয় বিভিন্ন মহল অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।