
পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা করা হয়।
সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধাইমদাদুল হক,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল মজিদ,উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, ব্র্যাক এর কর্মকতা মোবাশের আলম, গুড নেইবারস্ ম্যানেজার যোসেফ টুটুল বিশ্বাস প্রমূখ।