মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান ১৪৫ জনকে আটক ৪২জনের বিভিন্ন মেয়াদে সাজা

মোঃ মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান ১৪৫ জনকে আটক ৪২জনের বিভিন্ন মেয়াদে সাজা।ফুলবাড়ী থানা পুলিশও ভ্রাম্যমান আদালতের  মাদক বিরোধী অভিযানে ৬ মাসে ১৩৯৪ বোতল ফেন্সিডিল,  ৮কেজী ১শ গ্রাম গাঁজা, ৪৫ বোতল ভারতীয় মদ, ৫৭৫লিটার চোলাই মদ, ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১গ্রাম হিরোইন উদ্ধার করেন পুলিশ। এই ঘটনায় ফুলবাড়ী থানায় ১৩টি চোরাচালানী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৭টি মামলা হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহীঅফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গত ৬ মাসে ৮০টি অভিযান পরিচালনা করেন। বিভিন্ন অভিযোগে ১৪৫ জনকে আটক করে ১৪২জনের নিকট ২৯হাজার ৫০টাকা জরিমানা এবং ৪২ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদ আলী যানান জানুয়ারী মাস থেকে ৩০শে জুন পর্যমত্ম মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।