শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে অবৈধ বালু ব্যবসায়ীর কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর থেকেঃ দিনাজপুরের পার্বতীপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় আটক করে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়েছে।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ট্রাক্টরসহ দুই ড্রাইভার ও দুই বালু ব্যবসায়ী কে আটক করে।

পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত বসায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম তাদের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তারা হচ্ছে, ব্যবসায়ী উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৃত জমেতুল্যার পুত্র মোঃ মাতকুল (৫২), বদরগঞ্জ উপজেলার লালবাড়ী চৌধুরীপাড়ার আজিজুল হকের পুত্র তোফাজ্জল হোসেন, ড্রাইভার বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর চৌধুরীপাড়ার নিন্দালুর পুত্র আশিকুল (২৪) ও মৃত আজাহার আলীর পুত্র লাভলু (২৫)। এছাড়াও একই ঘটনায় আটক হরিরামপুরের মেহেদী ও ধোবাকল বালাপাড়ার খায়রুল নামে অপর দুই ব্যক্তি জড়িত না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়।