বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে যমুনা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত দেহ উদ্ধার

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার দুপুর ২টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ছোট যমুনা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বালুপাড়া নামক স্থানে ছোট যমুনা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত দেহটি ওই দিন ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।

Spread the love