
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ১১ নভেম্বর বিকেল ৪ টায় উপজেলা যুবলীগের সভাপতি খাজা মইনুদ্দীনের নেতৃত্বে এক বিশাল র্যালী দলীয় কার্য্যালয় থেকে বের হয়ে ফুলবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্য্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভা যুবলীগের সভাপতি খাজা মইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবলীগের প্রতিষ্ঠা বাষিকীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা যুবলীগের প্রধান সমন্বয়ক এ্যাডভোকেট মহিউদ্দীন কাদের। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা যুব লীগের সহ সভাপতি মোঃ মোকারম হোসেন (বিদ্যুৎ), সাধারন সম্পাদক মোঃ গোলাম মওলা রঞ্জু, যুগ্ন সাধারন সম্পাদক সম্ভু প্রসাদ, সাংগাঠনিক সম্পাদক নূর কুতুবুল আলম চৌধুরী (মিম), যুগ্ন সাংগঠনিক সম্পাদক ধীমান চন্দ্র সাহা প্রমুখ।