শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর) : ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জনজীবন। ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ বার লোডশেডিং করা হচ্ছে। এ কারণে ইলেকট্রনিক্স ও ইলেট্রিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। লোডশেডিংয়ের প্রভাবে পড়েছে বিভিন্ন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে। পবিত্র রজমান মাসেও ইফতার, তারাবীর নামাজ ও সেহরির সময় লোডশেডিং অব্যাহত থাকছে। এতে ক্ষোভ বাড়ছে ধর্মপ্রাণ লোকজনের মধ্যে। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে প্রচন্ড গরমে গভীর রাত পর্যন্তও মানুষ বাসাবাড়িতে ঘুমাতে পারছেন না। তবে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ বলছেন, এ ব্যাপারে তাদের কোন কিছুই করার নেই। কারণ চাহিদার তুলনায় এক সিকি ভাগও তারা বিদ্যুৎ পাচ্ছেন না বলেই লোডশেডিং দিতে হচ্ছে। দিনরাত মিলে ৫/৬ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ির টিভি, ফ্রিজ, ফ্যান ও বাল্ব নষ্ট হয়ে যাচ্ছে। ফলে দিনে-রাতে ৬ থেকে ৭ ঘণ্টা লোডশেডিং দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ। ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মানিক সরকার বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা। রমজান মাসে যেভাবে লোডশেডিং চলছে তাতে ব্যবসায় যে ধ্বস নেমেছে তা পূরণ করার নয়। এবার লোডশেডিংএর কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন । কারণ বড় বড় ব্যবসায়ীরা ইতিমধ্যেই লোডশেডিং থেকে মুক্তি পাওয়ার জন্য বিকল্পভাবে জেনারেটর ও আইপিএস ক্রয় করেছেন । কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা মোমবাতির মাধ্যমে ব্যবসা চালাতে গিয়ে ক্রেতা সংকটে ভুগছেন ।
পিডিবি’র ফুলবাড়ী বিদ্যুত সরবরাহ অফিস সূত্রে জানা যায়, এখানে বিদ্যুতের চাহিদা রয়েছে সাড়ে ৪.৫ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ২ থেকে ৩ মেগাওয়াট। একইভাবে ফুলবাড়ীস্থ দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-২এর চাহিদা রয়েছে ১৯ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ১০ থেকে ১২ মেগাওয়াট। ফলে স্বল্প পরিমাণ বিদ্যুৎ দিয়ে পর্যায়ক্রমে লোডশেডিং দিয়ে সকল গ্রাহককে সন্তষ্ট রাখার চেষ্টা করা হচ্ছে।