ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা। পরীক্ষায় অভিন্ন প্রশ্ন পত্রে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১০টি পরীক্ষা কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসার ১৫২৩ জন বালক ও ১৭০০ জন বালিকাসহ মোট ৩২২৩ জন পরীক্ষার্থী মধ্যে রোববার ইংরাজি ১ম পত্র পরীক্ষায় ৩০৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছে, বাকি ১৮৮ জন পরীক্ষার্থী অনুপুস্থিত ছিল তার মধ্যে ১২ জনই বালিকা।
উপজেলার পৌরসভা এলাকায় ১টি ও ৭ টি উনিয়নে ৯টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়া জানান, প্রতিটি ইউনিয়নে ১টি করে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে, শুধুমাত্র এলুয়াড়ী ইউনিয়ন ও শিবনগর ইউনিয়ন দুটির এলাকা অনেক বড় সেখানকার পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিদার্থে ঐ ইউনিয়ন দু’টিতে অতিরিক্ত ২টি কেšদ্র স্থাপন করা হয়েছে।
পরীক্ষায় সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে শ্রবন ও বাক প্রতিবন্ধি ২জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কিন্তু তাদের জন্য কোন প্রকার অভিন্ন সুযোগ রাখা হয়নি।