
ইঞ্জিনিয়ার মো: মোস্তাফিজুর রহমান : দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এর্নার্জীর মত বিনিময় সভা করায় ফুলবাড়ী তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি ও আমরা ফুলবাড়ী বাসী হাজার হাজার মানুষ প্রতিবাদে সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও এশিয়া এনার্জির অফিস এবং দুটি গাড়ী ভাংচুর করেছে।
অপরদিকে ফুলবাড়ী তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস প্রত্যাহার করে নেয়ার দাবীতে আগামীকাল বৃহস্পতিবার ফুলবাড়ীতে সকাল-সন্ধ্যা রাজপথ রেল পথ অবরোধের ডাক দিয়েছে।
বুধবার ফুলবাড়ী এশিয়া এনার্জীর রাজরামপুর ফকিরপাড়া ওয়ার্কশপ এরিয়াতে এশিয়া এনার্জী করপোরেশনের চীফ অপারেশন অফিসার গ্যারী লাই ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন উপজেলার জনগনকে নিয়ে সকাল ১১ টায় টায় মতবিনিময় সভা শুরম্ন করেন।
এ সংবাদ পেয়ে ফুলবাড়ী উপজেলা তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ছয় থানার সমন্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবলু, ও তেল- গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সাবেক সদস্য সচিব ও সাবেক পৌর কমিশনার এস.এম নুরম্নজ্জামান সকাল সাড়ে ১১ টায় তাদের মতবিনিময় সভায় গিয়ে তাদের কার্যক্রম দেখে ফিরে এসে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে তাদের লোকজন নিয়ে দিনাজপুর ঢাকা মহা সড়কে অবরোধ শুরম্ন করেন। এ সময় ফুলবাড়ীতে কয়লা খনি প্রকল্প বাসত্মবায়নে তৎপরতা শুরম্ন হয়েছে এমন খবরে আমরা ফুলবাড়ী বাসির ব্যানারে হাজার হাজার মানুষ নিমতলা মোড়ে এসে তল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সড়ক অবরোধের সাথে যোড় দেয়। অবরোধের কারণে দূরপালস্নার শত শত যানবাহন দুই ধারে আটকা পড়েছে ।
ফুলবাড়ী তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্যরা ও জনগণ লাঠিসোটা নিয়ে ফুলবাড়ী শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
এদিকে ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহবায়ক, পৌর মেয়র মুতুজা সরকার মানিক ফুলবাড়ী নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করলে মিছিলের সাথে স্থানয়ি জনগণ যোগ দিয়ে এশিয়া এনার্জীর অফিসের অভিমুখে রওনা দেয়। এ সময় ফুলবাড়ী যমুনা ব্রিজের পাশ্বে পুলিশ ব্যারিকেট দিলে বিক্ষুদ্ধ জনগণ পুলিশের ব্যারিকেট ভেঙ্গে গিয়ে এশিয়া এনার্জীর অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়। পরে অফিসের সামনে থাকা এশিয়া এনার্জির দুটি গাড়ী ভাংচুর করা হয়। এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ও থানার ওসি এবিএম রেজাউল করিম সেখানে উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী উপজেলা তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ছয় থানার সমন্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবলু জানান, ফুলবাড়ী থেকে এনার্জির অফিস প্রত্যাহার করে নেয়ার দাবীতে আগামীকাল বৃহস্পতিবার তারা ফুলবাড়ীতে সকাল সন্ধ্যা রাজপথ রেল পথ অবরোধ কর্মসুচি পালন করবে।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল করিম সড়ক অবরোধ ও এশিয়া এনার্জির অফিস ভাংচুর ও গাড়ী ভাংচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, এশিয়া এনার্জী করপোরেশনের চীফ অপারেশন অফিসার গ্যারী লাই ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা নিরাপদে আছেন।
এই ঘটনার পরপরই ফুলবাড়ী শহরের সকল দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
অপরদিকে সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। এ রিপোট লেখা পর্যমত্ম সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অব্যাহত ছিল।