বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় রবীউল ইসলাম নামে চার বছরের সাজা প্রাপ্ত আসামী কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আটক রবীউল ইসলাম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে। একটি চোরাকারবারী মামলায় চলতিসনে তার চার বছর সাজা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায় সাজা প্রাপ্ত আসামী রবীউল ইসলাম কয়েক মাস থেকে পলাতক ছিল, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে তার বাড়ী থেকে তাকে আটক করা হয়েছে।