শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামের মা নুরুন্নাহার বেওয়ার ইন্তেকাল

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষক নেতা আমিনুল ইসলাম বাবলু ও বিশিষ্ট ব্যবসায়ী নবিউল ইসলামের মা নুরুন নেহা (৮৬) গত মঙ্গলবার ৭ অক্টোবর,২০১৪ দুপুরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজেউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় স্থানীয় কানাহার ঈদগাহ মাঠে নামাযে জানাজা শেষে কানাহার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নুরুন নেহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন চৌধুরী খোকন, সিপিবি’র সভাপতি জয় প্রকাশ গুপ্ত, ওয়ার্কার্স পার্টির শফিকুল ইসলাম শিকদার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সঞ্জিত প্রসাদ জিতু, জাতীয় গণফ্রন্টের হাজী মঈনুদ্দিন, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, থানা ব্যবসায়ী সমিতির সভপতি নওশাদ আলম মুন্না, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, ফ্রেন্ডস্ গ্রুপ (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন) এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী শাখা তেল গ্যাস জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত আলী, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি প্রভাষক শেখ সাবীর আলী, সাধারণ সম্পাদক রনি গুপ্ত, ফুলবাড়ী সাংবাদিক পরিষদ (উফেসাপ) সভাপতি শাহীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাকিব হাসান জনি, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার ও সাধারণ সম্পাদক আশরাফ পারভেজ, ফুলবাড়ী শাখা বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আহবায়ক প্রভাষিকা রীতা গুপ্তা, সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল।

Spread the love