বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ২জনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার (১২ মার্চ) পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধ তফিল উদ্দিন (৭০) ও প্রাইভেট কার চালক কাদেমুল ইসলাম (২২) গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। বৃদ্ধ তফিল উদ্দিন উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে এবং কার চালক কাদেমুল ইসলাম বিরামপুর উপজেলার পৌর এলাকার নতুন বাজারের আব্দুল কুদ্দুসের ছেলে।
উল্লেখ্য, গত বুধবার (১২ মার্চ) উপজেলার ঢাকা মোড় নামক স্থানে বাসের চালক চলন্ত বাস থেকে বৃদ্ধ তফিল উদ্দিনকে নামিয়ে দিলে তফিল উদ্দিন চাকার নিচে পড়ে যান। এতে তার বাম পা বাসের চাকায় পিষ্ঠ হয়ে মুমুর্ষূ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একইভাবে উপজেলার বারোকোনা নামক স্থানে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে কার চালক কাদেমুল ইসলাম গুরুতর আহত হন। তাকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তারও সেখানে মৃত্যু ঘটে।

Spread the love