শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে বেজাই মোড়ক নামক স্থানে গতকাল শনিবার বেলা ১২টায় ট্রাকে চাপায় মটকসাইকেল আরোহী ১ পুলিশ সদস্য গুরুত্ব আহত হয়েছে।
আহত পুলিশ সদস্যের নাম মোঃ আসাদ (৩৫), সে ঠাকুরগাঁও জেলার দায়রা জজের দেহরী হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার শাদুলাপুর থানার বলেন জানান গেছে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানায় ওসি এমবিএম রেজাউল ইসলাম জানান, পুলিশ সদস্য আসাদ তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে মটরসাইকেল যোগে তার গ্রাম বাড়ী গাইবান্ধা জেলার শাদুলাপুর উপজেলার যাচ্ছিল। মটরসাইকেলটি বেজাইমোড় নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজরে ধ্বাকা দিলে পুলিশ সদস্য আসাদ ছিটকে গিয়ে পড়ে যায়। এ্ই ঘটনায় সে গুরুত্ব আহত হলে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।