বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে হত্যা মামলার আসামী জামিন পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারোকোনা গ্রামের দেলওয়ার হত্যা মামলার ৬ আসামী আদালত থেকে জামিন পেয়ে ফিরে এসে মামলার বাদীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চকসাহাবাজপুর গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ সাহাজ আলী (৩৫), সাহাজ আলীর স্ত্রী শাহিনুর বেগম (৩০), আতাহার আলীর পুত্র মোঃ রাসেল সরকার (২০), মোঃ মনিরুল হকের পুত্র অন্তর (২০), মোঃ মেনহাজুল (২২), মোঃ জমসেদ মাষ্টারের পুত্র মোঃ বদরুজ্জামান (২২) ও মোঃ আব্দুল জব্বারের পুত্র ফরহাদ (৩০)। দলবদ্ধ হয়ে ফুলবাড়ী উপজেলার চকসাহাবাজপুর গ্রামের বাসিন্দা মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ দেলওয়ার হোসেনকে গত ১১ জুন, ২০১২ ইং তারিখে উক্ত গ্রামের পার্শ্বে এক নির্জন বাগানে ডেকে নিয়ে গিয়ে নিঃশৃংশভাবে হত্যা করে রেল লাইনের ধারে ফেলে রেখে যায়। পরের দিন হত্যাকারীরাই দেলওয়ার রেলে কেটে মারা গেছে মর্মে প্রচার চালায়। তাদের কথা বিশ্বাস করেই নিহত দেলওয়ারের পিতা দিনমজুর মোঃ দুলাল নিহত দেলওয়ারের মৃতদেহ ময়না তদন্ত না করেই তাকে দাফন করেন। এর দুই দিন পর দেলওয়ারের পরিবার গ্রামের পার্শ্বে ঐ নির্জন বাগানে দেলওয়ারের পরনের কাপড় জুতা এবং তাকে হত্যা করার আলামত উদ্ধার হয়। এতে নিহত দেলওয়ারের পরিবারের নিকট সন্দেহের সৃষ্টি হয় এবং দেলওয়ারকে হত্যা করা হয়েছে। এই ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার পর নিহত দেলওয়ারের পিতা মোঃ দুলাল হোসেন বাদী হয়ে গত ২৫ জুন, ২০১২ ইং তারিখে দিনাজপুর জজ আদালতে ঐ গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র সাহাজ আলী (৩৫) ও তার স্ত্রী শাহিনুর বেগম (৩০) ঐ ২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর মামলাটি পার্বতীপুর রেলওয়ে থানার এস আই এমদাদুল হককে তদন্ত করার দায়িত্ব দেন আদালত। মামলাটি তদন্তের স্বার্থে গত ১৯ জুলাই, ২০১২ ইং তারিখে নিহত দেলওয়ারের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকে উল্লেখ্য ঐ ৬ জনকে আসামী মামলাটির অভিযোগ পত্র দাখিল করে পার্বতীপুর রেলওয়ে থানা। এই কারণে মামলার অভিযুক্ত আসামীরা ঐ সময় আদালতে জামিন নিতে এলে আসামীদেরকে আদালত আটক করে জেলহাজতে দেন। দীর্ঘ বেশকিছু দিন হাজতে থাকার পর আসামীরা জামিন নিয়ে বের হয়ে এসে অনেকে আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এদিকে নিহত দেলওয়ারের পিতা মোঃ দুলাল হোসেন অভিযোগ করেন, হত্যার অভিযুক্ত আসামীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না। ফলে আসামীরা মামলার বাদীকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। মামলার বাদী দুলাল হোসেন নিরাপত্তা ও পুত্র হত্যার সুষ্ঠু বিচার না পেয়ে প্রশাসনের দারে দারে ঘুরছেন।

Spread the love