শেখ সাবীর আলী ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে গত রোববার দুপুরে পৌর শহরের মনসুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে হোটেল মালিকসহ ৪ জনকে আটক করে সাজা ও অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সাজা ও অর্থদন্ড প্রাপ্তরা হলো, হোটেল মালিক মনসুর আলী, তার সহকারী জাকির হোসেন, বডার এনামুল হক ও সায়মা আক্তার (৩৮) ।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানান রোববার দুপুরে পৌর শহরের মনসুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে হোটেল মালিক মনসুর আলী (৫০), তার সহযোগী কাটাবাড়ী গ্রামের আব্দুল জববারের ছেলে জাকির হোসেন সুজন (৩৫) ও হোটেলের বর্ডার এনামুল হক এবং সায়মা আকতার নামে এক মহিলাকে আটক করে পুলিশ। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান হোটেল মালিক মনসুর আলীর সহকারী জাকির হোসেন সুজনকে ৬ মাসের সাজা প্রদান করেন এবং অন্য ৩জন এর প্রত্যককের ২০০ টাকা করে জরিমানা আদায় করেন।